ফের কর্মবিরতির যাওয়ার হুমকি মাংস ব্যবসায়ীদের

বিপন্ন চামড়া শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা ও চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদের ৯ দফা দাবি আদায়ে’ আগামী ৩০ এপ্রিলের পর ফের কর্মবিরতিতে যাওয়ার হুশিয়ারি দিয়েছে মাংস ব্যবসায়ীরা।

ট্যানারি কারখানা হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের ফলে ঢাকার মাংস ব্যবসায়ীরা উপযুক্ত দামে চামড়া বিক্রি করতে পারছেন না বলে অভিযোগ করেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম।

শিগগির এ কর্মবিরতির ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।

রোববার সকালে রাজধানীর হাজারীবাগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।

হাজারীবাগ ঠেলাগাড়ী লেবার বহুমুখী সমবায় সমিতি এ সভার আয়োজন করে।

রবিউল আলম বলেন, চামড়া বিক্রি করতে পারছি না। সেজন্য নিজেদের অস্তিত্ব রক্ষায় মাংসের দাম হু হু করে বেড়ে যেতে পারে। রমজান মাসে দাম আরও বাড়বে।

বেশি দামে চামড়া বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালত ধরে উল্লেখ করে সমিতির মহাসচিব বলেন, উপায়ন্তর না দেখে ৩০ এপ্রিলের পর ঘোষণা দিয়ে মাংস বেচাকেনা বন্ধ করে দিয়ে কর্মবিরতি পালন করব।

তিনি দাবি করেন, গাবতলী হাটে গরুর হাসিল খরচা বেড়ে গেছে। গরু আমদানির ক্ষেত্রে সীমান্তেও খরচা বেড়েছে। এরপর যদি চামড়া বিক্রি না করতে পারি তাহলে স্বভাবতই মাংসের ওপর প্রভাব পড়বে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ।



মন্তব্য চালু নেই