ফেব্রুয়ারিতে খুলছে কুয়েতের শ্রমবাজার

সাত বছরের নিষেধাজ্ঞার অবসান ঘটিয়ে অবশেষে কুয়েতে যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে এ সুযোগ পুনরায় চালু হবে।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল আশহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আশহাবুদ্দিন বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ আল খালেদ আল সাবাহ’র সঙ্গে আবুধাবিতে সাক্ষাৎ করেছেন। এ বৈঠকে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া আবার শুরু করার বিষয়টি আলোচনা করেছেন তারা।

তিনি বলেন, কুয়েতে মোট এক লাখ ৯০ হাজার বাংলাদেশি রয়েছেন। তারা প্রত্যেকেই সচ্ছল জীবনযাপন করছেন।

আশহাবুদ্দিন জানান, নিষেধাজ্ঞা থাকার সময়েও বাংলাদেশ থেকে কৃষি কর্মীরা কুয়েতে এসেছে। আর এ খাতে কাজ করতে সম্প্রতি এসেছে ২০০-৩০০ বাংলাদেশি। – কুয়েত টাইমস।



মন্তব্য চালু নেই