ফেন্সিডিলসহ ট্রাকসহ চালক ও হেলপার আটক
দিনাজপুরের ফুলবাড়ীতে শনিবার ভোরে ঢাকা-দিনাজপুর মহাসড়কের বারাই নামক স্থানে অভিযান চালিয়ে ১৪৭ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ ১ ট্রাক ও ঐ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
ফুলবাড়ী থানার ওসি এবিএম রেজাউল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিক্তিতে শনিবার ভোর সাড়ে ৫টার সময় দিনাজপুর-ঢাকা মহসড়কের উপজেলার বারাই মোড় নামক স্থানে এএসআই সানোয়ারের নেতৃত্বে একদল পুলিশ, দিনাজপুর গামী (বগুড়া-ট-১১-০৪৭৮) একটি ট্রাক আটক করে তল্লাশী চালিয়ে ঐ ট্রাকে থাকা ১৪৭ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে । এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে ঐ ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। আটক হওয়া ট্রাকের চালক ও হেলপার হলেন, সাতক্ষিরা জেলার কলারোয়া উপজেলার জিদরা গ্রামের আহম্মদ আলীর ছেলে ট্রাক চালক তহিদ (২৮) ও হেলপার একই এলাকার মৃত নুর ইসলামের ছেলে মজিবর রহমান (৩৮)।
এই বিষয়ে থানার এএসআই সানোয়ার হোসেন বাদি হয়ে ফুলবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ আইনের ২৫-বি ধারায় আটক ২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
মন্তব্য চালু নেই