ফেনী সীমান্তে পুলিশকে আটকের পর ছেড়ে দিল বিএসএফ

ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে মঙ্গলবার বিকেল ৩টার দিকে এক পুলিশ সদস্যসহ দুইজনকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

এক ঘণ্টা পর পতাকা বৈঠক শেষে বিএসএফ দুজনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে হস্তান্তর করে।

পুলিশ সূত্র জানায়, বিকাল ৩ টার দিকে ধর্মপুর ইউনিয়নের তিন মামলার ওয়ারেন্টভূক্ত আসামি মহিউদ্দিনকে গ্রেপ্তার করতে ওই এলাকায় অভিযান চালায় ফেনী মডেল থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মহিউদ্দিন দৌড়ে কাঁটাতার টপকে ভারতের সীমান্তে ঢুকে পড়ে। তার পিছু ধাওয়া করতে গিয়ে পুলিশের এএসআই শাহীনও সীমান্তে জিরো লেন পার হয়ে যায়।

একপর্যায়ে বিএসএফ সদস্যরা তাদের দু’জনকে আটক করে। পরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে এক ঘণ্টা পর পুলিশ কর্মকর্তা শাহীন ও আসামি মহিউদ্দিনকে বিজিবির হাতে হস্তান্তর করে বিএসএফ।

ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) সামছুল আলম সরকার দু’জনকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই