ফেঁসে যাচ্ছেন নেইমার!
আরও একবার হেরে গেলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার। ফুটবল মাঠে নয়, আইনের সামনে। চুক্তি সংক্রান্ত ঝামেলায় এই যাত্রায়ও বাঁচতে পারলেন না নেইমার।
বছরচারেক আগে বার্সায় আসার সময় স্বদেশী ক্লাব সান্তোষের সঙ্গে ট্রান্সফার ফি বাবদ যে সমস্যা হয়েছিলে তা থেকে মুক্তি মেলেনি নেইমারের। তার পাশপাশি একই ইস্যুতে ফেঁসে গেছে ক্লাব বার্সেলোনা, পুরনো ক্লাব সান্তোষ ও নেইমারের বাবার সংস্থা।
কোনও পক্ষের চুক্তিতেই সামঞ্জস্য ছিল না। নেইমারের জন্য চুক্তির ৪০ শতাংশ টাকা সান্তোষকে দিয়েছিল বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু সান্তোষ পুরো টাকা পায়নি। বাকি টাকা নেইমারের বাবার সংস্থায় চলে গিয়েছিল।
নেইমার ও তার বাবার এহেন কাণ্ডে আইনজীবীরা বিচারকের কাছে দুজনেরই দুই বছরের জেল হওয়া উচিৎ বলে মত দিয়েছিলেন। সঙ্গে জরিমানা। সম্ভবত জেলে যাওয়া লাগবে না নেইমারের। কারণ এই ধরণের অপরাধ তিনি প্রথমবার করেছেন। তবে দুই ক্লাব বার্সেলোনা ও সান্তোষের জরিমানার আর্জি বিচারকের কাছে জানিয়েছেন আইনজীবিরা।
মন্তব্য চালু নেই