ফুলে ফুলে বাড়লো দায়িত্বভার
পুলিশ-চালকের সম্পর্কটাই নানান তিক্ততায় ভরা। নানা সময় চালকের দোষে কিংবা কিছু অসৎ পুলিশ সদস্যের কারণে এই তিক্ততার পাল্লা ভারীই হয়। কিন্তু এবার অনন্য নজির স্থাপন করেছে আরিচা-পাটুরিয়া ঘাটে দায়িত্বরত পুলিশ।
মঙ্গলবার ঘাটে আসা প্রতিটি বাসের চালককে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে মনে করিয়ে দিচ্ছেন যাত্রীদের নিরাপত্তার কথা। এছাড়া হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে লিফলেট। লিফলেটেও যাত্রীদের নিরাপত্তায় গাড়ি সাবধানে চালাতে বলা হচ্ছে।
ঘাটে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) কবিরুল হক এবং শাহাদাৎ আলম বাদশাসহ অন্যান্যদের ফুল দিতে দেখা গেছে।
এমন ‘আতিথেয়তায়’ বেশ খুশি চালক এবং যাত্রীরা। ঢাকা থেকে ছেড়ে আসা এক হিনো চেয়ার কোচ সার্ভিসের চালক আবদুল আওয়াল বললেন, ‘এতদিন ধইরা গাড়ি চালাই, এত সম্মান কেউ দ্যায় নাই। আসলে পুলিশতো আমগোর নিরাপত্তার লাইগ্গা। আইজ গাড়ি চালায়া শান্তি লাগতাছে।’
কবিরুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘সবসময় সেবা করেও অনেকেই এ পেশাকে (পুলিশ) অন্য দৃষ্টিতে দেখেন। আমরা এ পেশা সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে চাই।অন্যায় করে না, ভালো কাজের শিরোনাম হতে চাই।’
অন্য গাড়ির এক যাত্রী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সফিক রেজা বললেন, ‘প্রতি বছর সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ মারা যান। এর বেশিরভাগই চালকদের অসাবধানতা বশত। তাদের এভাবে সচেতন করলে দুর্ঘটনা অনেক কমে যাবে। ধমকের চাইতে ভালোবাসার জোড় অনেক বেশি। এরকম পদক্ষেপ অবশ্যই প্রশংসনীয়।’
মন্তব্য চালু নেই