ফুলবাড়ী ২৯ বিজিবি’র ভারতীয় মালামালসহ প্রাইভেট কার আটক

ফুলবাড়ী ২৯ বিজিবি’র সদস্যরা গত মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশন, বিরামপুর উপজেলার বেগমমোড়, বাজিতপুর, কাটলা বাজারের অদুরে মাধবপাড়া, হিন্দুপাড়া এলাকায় পৃথক পৃথক অভিযান ও ট্রেন তল্লাশী করে ১৮ লক্ষ ১৪ হাজার ২৩০ টাকা মূল্যের ভারতীয় মদ-১০ বোতল, ফেন্সিডিল-৯২৪  বোতল, আতশ বাজী-৪৩০ প্যাকেট, শাড়ী-৫ টি, জিরা-১৪ কেজি, কিচমিচ-৫ কেজি, পান মসলা-১৮ টি, হরলিক্স-১২ টি, কিটনাশক-১ বোতল, ক্রীম-৯ প্যাকেট, আপেল-২৫৯ কেজি, কানের দুল-৩০৯ জোড়া, ঝিনুক মালা-৩৫ টি, খোপা-৪৮ টি, চুলের কাটি-৩০ টি, ঝিনুক ব্যান্ড-১৬ টি, সাসমেন সেট-১ টি, বেডসিট-১ টি, চেরিফল-১৬ প্যাকেট, আনার-১০ কেজি, নাম্বার বিহীন ভারতীয় হিরো হোন্ডা গ্লামার ১২৫ সিসি মটরসাইকেল-১ টি এবং করোলা প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১২-৪৬৬৬) আটক করতে সক্ষম হয়।

ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল জাহিদুর রশীদ আটকের সত্যতা নিচিশ্চি করে জানান, প্রাইভেকারটি কাষ্টমসে জমা দেওয়া হয়েছে এবং পার্বতীপুর মাদক দ্রব্য অধিদপ্তরকে অবগতি সাপেক্ষে ফেন্সিডিল ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নে ধ্বংসের জন্য জমা রাখা হয়েছে।

বুধবার দুপুরে আটক ৪ জনকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে বিজিবি’র পক্ষ থেকে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য চালু নেই