ফুলবাড়ীতে বিজিবি’র সীমান্ত রেখা অতিক্রম সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২৯ বিজিবির আওতায় রুদ্রানী বিজিবি ক্যাম্পে বাংলাদেশ ভারত সীমান্ত রেখা অবৈধভাবে অতিক্রম সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার ২২ অক্টোবর, ২০১৪ দুপুর ১২ টায় ২৯ বিজিবির আওতায় রুদ্রানী বিজিবির ক্যাম্পে লেঃ কর্ণেল এম. জাহিদুর রশীদ (পিএসসি) এর সভাপতিত্বে সীমান্ত রেখা অতিক্রম সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল হ্লাহেন মং। তিনি বলেন, সীমান- এলাকায় চোরাচালান দমন ও বাংলাদেশ সীমান- রেখা অতিক্রম করে অবৈধভাবে ভারতে যাওয়া ঠিক নয়। ২৯ বিজিবির আওতায় ৮২ হাজার কিলোমিটার রাস-া একক বিজিবির পক্ষে পাহারা দেওয়া সম্ভব নয়। তাই আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা সীমান- এলাকায় বসবাস করেন এজন্য এলাকার লোকজনদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। যাতে তারা অন্যের ভূখন্ডে বিনা পাসর্পোটে এবং সীমান্ত থেকে জিরো পয়েন্ট পর্যন্ত তাদের জমিতে গরু বাছুর ছেড়ে দিলেও সীমান্তের ওপারে বিএসএফ এর সাথে ভাল সর্ম্পক গড়ে তুলতে হবে। তাহলে উভয় দেশের বন্ধুত্ব বজায় থাকবে এবং সীমান্ত হত্যা বন্ধ হবে। তবে কিছু সংখ্যক লোক খারাপ কাজ করবে এদের জন্য আমাদেরকে অপমান ও সমাজ ভ্রষ্ঠ হবে তা হতে দেওয়া যাবে না। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি, ফুলবাড়ী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এ. বি. এম রওশন কবির, ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুশান্ত সরকার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.বি. এম রেজাউল ইসলাম, ফুলবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মন্‌জুরুল কাদের, এলুয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীউল ইসলাম, কাজীহাল ইউপি চেয়ারম্যান মোঃ আবু বক্কর ছিদ্দিক। এছাড়াও উপস্থিত ছিলেন ২৯ বিজিবির আমড়া, রুদ্রানী ও জলপাইতলী কোম্পানী কমান্ডার ও বিজিবির সৈনিকগণ সথানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষকগণ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।



মন্তব্য চালু নেই