ফুলবাড়ী ২৯ বিজিবি’র অভিযানে ৩৭ কেজি সালফার এসিডসহ মাদকদ্রব্য উদ্ধার

ফুলবাড়ী ২৯ বিজিবি’র অভিযানে সীমান্ত এলাকা থেকে ৮৮ হাজার পিস চকলেট বোমা, ৩৭ কেজি সালফার এসিড, ২০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুর রশীদ (পিএসসি) জানান, গত রাত ২টা থেকে শুক্রবার সকাল পর্যন্ত ফুলবাড়ী উপজেলার অচিন্তপুর, রানীপুকুর ও বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্তে অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৮৮টি কার্টুন উদ্ধার করা হয়। এসময় কার্টুন থেকে ৮৮ হাজার পিস ভারতীয় চকলেট বোমা উদ্ধার করা হয়েছে।

অপর অভিযানে ফুলবাড়ী উপজেলার অচিন্তপুর এলাকা থেকে একটি বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তা থেকে বোমা তৈরীর উপকরণ ৩৭ কেজি সালফার এসিড এবং রানীপুকুর সীমান্ত এলাকা থেকে ৩টি পোটলায় ২০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় বিজিবি’র পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য চালু নেই