ফুটবল মাঠে ঐশ্বরিয়াকে নাচের স্টেপ শেখাচ্ছেন তারই স্বামী!

অভিষেক বচ্চনের ফুটবল টিম ‘চেন্নাইইন এফসি’ ইন্ডিয়ান সুপার লীগ ফুটবল ম্যাচে এখন পর্যন্ত যতগুলো খেলা হয়েছে তাদের মধ্যে শীর্ষ স্থান দখল করে আছে। কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে দল জেতার পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন অভিষেকের স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। কেননা তিনি সবসময়ই অভিষেকের টিমকে পাশ থেকে উৎসাহ দিচ্ছিলেন।

সম্প্রতি অভিষেকের দল কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে ফুটবল ম্যাচ জেতে। মজার ব্যাপার হচ্ছে দলের এই জয় অভিষেক ও ঐশ্বরিয়া এক অনন্য উপায়ে উদযাপন করেন। অভিষেক ঐশ্বরিয়াকে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার হ্যাপি নিউ ইয়ারের জনপ্রিয় স্নেক ডান্স শেখাচ্ছিলেন। জুনিয়র বচ্চন ফারাহ খানের সিনেমায় নান্দু ভাইডের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমা মুক্তির পর থেকেই অভিষেকের এই স্নেক ডান্স অনেক জনপ্রিয়তা লাভ করে।



মন্তব্য চালু নেই