ফুটবল খেলাকে কেন্দ্র করে দু‘পক্ষের সংঘর্ষ
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে । গত কাল মঙ্গলবার বিকালে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আহতরা হলেন গোভীপুর গ্রামের কলিমুদ্দিন (৫০) , নাহিদ (২৫), জাকির (১৯), রমজান (২৫) ও বাজিতপুর গ্রামের রজব আলী (৪০) , এদের মধ্যে রজব আলী ও কলিমুদ্দিন মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে গোভীপুর ভৈরব ক্লাব আয়োজিত ফুটবল লীগের বুড়িপোতা একাদশ ও বাশঁবাড়ীয়া ফুটবল একাদশের মধ্যে কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার মাঝামাঝি সময় একটি ফাউলকে কেন্দ্র করে বুড়িপোতা দলের খেলোয়াড় শামীমকে কেন্দ্র করে বাকবিতন্ডা শুরু হয়। এসময় রেফারী তাকে লাল কার্ড দেখায় , লাল দেখানোর সাথে সাথে দর্শক দের মাঝে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন । খেলা টাইবেকারে ৪-৩ গোলে বুড়িপোতা একাদশ পরাজিত হয়।
জেলা জামায়াতের কমিটি গঠন
বাংলাদেশ জামায়াতি ইসলামী জেলা শাখার ২০১৫-১৬ সেশনের জন্য মাওলানা তাজউদ্দীন খান, জেলা আমির এবং আমদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হুসাইন স¤পাদক নির্বাচিত হয়েছেন এর সাথে আরও ২১ সদস্য নিয়ে সর্বমোট ২৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা জামায়াতের কার্যালয়ে মসলিস-এ শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়ে কমিটি গঠন করা হয়। জানা গেছে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী রোকনদের সরাসরি ভোটে এ ফলাফল হয়েছে। মাওলানা তাজউদ্দীন খান আগেই জেলা আমির নির্বাচিত হন এবং শূরার সদস্যদের ভোটে ফারুক হুসাইন স¤পাদকের দায়িত্ব পান। নব- নির্বাচিত জেলা আমির এবং স¤পাদক সকলের দোয়া কামনা করে সহযোগিতা চেয়েছেন।
মন্তব্য চালু নেই