বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে
ফিল্মে এসেছেন শ্রদ্ধা
বলিউডের উঠতি নায়িকা শ্রদ্ধা কাপুর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে পারেননি। পারেননি বলতে করেননি। কারণ বলিউডের রঙিন জগতের ডাকে তিনি না করতে পারেননি।
আশিকি টু খ্যাত শ্রদ্ধার পড়াশোনা শুরু মুম্বাইয়ের জামনাবাঈ নার্সি স্কুলে। এরপর তিনি আমেরিকান স্কুল অব বোম্বেতে ভর্তি হন। সেখানে পড়াশোনা শেষ করে চলে যান বোস্টনে। বোস্টন ইউনিভার্সিটিতে ভর্তি হন। ঠিক এ সময়ে বলিউড থেকে অভিনয়ের ডাক পান। আর তারে পায় কে? পড়াশোনার পর্ব গুটিয়ে চলে আসেন মুম্বাই।
শ্রদ্ধার জন্ম ১৯৮৭ সালের ৩ মার্চ মুম্বাইয়ে। বাবা পাঞ্জাবি আর মা মারাঠি। ‘তিন পাত্তি’ ছবিতে অভিনয়ে মধ্য দিয়ে তার বলিউড যাত্রা শুরু।
মন্তব্য চালু নেই