ফিল্মফেয়ারে মনোনয়নই পেল না শাহরুখ ও সালমান!

কাওছার আহমেদ কাননঃবলিউড মানেই শাহরুখ,আমির এবং সালমান এই তিন খান এর আধিপত্য । নতুন বছর শুরু হতে না হতেই শুরু হয়ে গিয়েছে বলিউডে অ্যাওয়ার্ডের মরসুম । ইতিমধ্যে প্রকাশিত হয়েছে চলচ্চিত্রে ভারতের সবথেকে সম্মানজনক পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মনোনয়ন ।

আর এখানেই এবার সবথেকে বড় চমক । ৬০তম ব্রিটানিয়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পাননি শাহরুখ, সালমান দুজনেই।
কিক আর হ্যাপি নিউ ইয়ার,গত বছরের সবথেকে বেশি ব্যবসা করা খান ক্যাম্পের দুই ছবি । কিন্তু তা সত্ত্বেও মনোনয়ন তালিকার কোথাও নেই শাহরুখ, সালমানের নাম ।

তবে সেরা মিউজিক অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে কিক । অন্যদিকে, হ্যাপি নিউ ইয়ারের জন্য সেরা সহ অভিনেতার মনোনয়ন পেয়েছেন অভিষেক বচ্চন । তবে সেরা অভিনেতার মনোনয়ন তালিকায় নেই শাহরুখ বা সালমান । সেরা ছবির মনোনয়ন তালিকাতেও নেই কিক বা হ্যাপি নিউ ইয়ার ।

কিন্তু দুই খানকে উপেক্ষা করে সেরা অভিনেতার তালিকায় রয়েছেন আমির খান । সেরা ছবির তালিকায় স্থান পেয়েছে পিকে ।তবে আমিরের সাথে কঠিন প্রতিযোগিতা দিতে রয়েছেন শাহিদ কপূর ।



মন্তব্য চালু নেই