১৭তম এশিয়ান গেমস

ফিফা রেফারী সাতক্ষীরার তৈয়েব হাসান

দক্ষিণ কোরিয়ার ইনচেনে অনুষ্ঠিতব্য ১৭তম এশিয়ান গেমস্ ফুটবল রেফারী হিসাবে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কর্তৃক মনোনীত হয়ে রেফারীর দায়িত্ব পালন শেষে আজ মঙ্গলবার দেশে ফিরবেন বাংলাদেশর শীর্ষ ফিফা রেফারী তৈয়েব হাসান। গত ১০ সেপ্টেম্বর মালয়েশিয়া এয়ার লাইন্স যোগে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তার সাথে সহকারী রেফারী হিসাবে ছিলেন বাংলাদেশের ফেরদৌস আহমেদ। বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ১৬ বছর ফিফা রেফারী হিসাবে কৃতিত্বের অধিকারী তিনি ১৯৯৯ সাল থেকে ইন্টার ন্যাশনাল ম্যাচ পরিচালনা করে আসছেন। তিনি ফিফা আয়োজিত বিশ্বকাপ কোয়ালিফাইং, অলিম্পিক কোয়ালিফাইং, এএফসি আয়োজিত এএফসি চ্যাম্পিয়ন্সলীগ, এশিয়ান কাপ কোয়ালিফাইং, বিভিন্ন রাউন্ড টুর্ণামেন্ট সহ শতাধিক ইন্টান্যাশনাল ম্যাচ পরিচালনা করার গৌরব অর্জন করেছেন। এ সমস্ত ম্যাচ পরিচালনায় তিনি জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, সৌদি আরব, ইরান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বেডিয়া, লাউস, জর্ডান, ওমান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্থানসহ এশিয়ার প্রায় সব দেশে তিনি ফিফা, এএফসি এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। রেফারিং এ বিশেষ কৃতিত্বের জন্য তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোটস্ জার্নালিস্ট এসোসিয়েশন, সোনালী অতীত ক্লাব, ঢাকাসহ বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠান কর্তৃক সেরা রেফারীর পুরস্কারে ভূষিত হয়েছেন।



মন্তব্য চালু নেই