ফিফার শুভেচ্ছাদূত হলেন ম্যারাডোনা
বছর খানেক আগেও দিয়েগো ম্যারাডোনার মুখে ছিল ফিফার সমালোচনা। এখন আর সেটা নেই। ফিফার প্রশংসায় পঞ্চমুখ আর্জেন্টাইন কিংবদন্তী। মূলত ফিফার কর্তাদের পরিবর্তেই মূলত বদলে গেছে ম্যারাডোনার অবস্থান। বর্তমান কমিটির সঙ্গে ভালো সম্পর্ক তার। এবার ফিফার শুভেচ্ছাদূত হলেন ম্যারাডোনা।
নতুন এই দায়িত্ব পাওয়ার পর ফেসবুকে তা ভক্তদের জানিয়ে দেন ম্যারাডোনা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তোর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। লিখেছেন, ‘দীর্ঘ দিনের লালিত স্বপ্ন পূরণ হলো।’
দীর্ঘ দিন পর স্বপ্ন পূরণ হওয়ায় রোমাঞ্চিত ম্যারাডোনা। বলেন, ‘এখন এটা অফিসিয়াল। অবশেষে দীর্ঘ দিনের লালিত স্বপ্ন পূরণ হলো। ফিফার সঙ্গে কাজ করার সুযোগ হলো; যেখানে রয়েছে এমন কিছু মানুষ যারা ফুটবলকে খুব ভালোবাসে।’
দায়িত্ব পাওয়ায় ফিফার কর্তাদের ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তী, ‘ফিফার সবাইকে ধন্যবাদ; যারা আমাকে নতুন চ্যালেঞ্জ নেয়ার জন্য উৎসাহ জুগিয়েছেন।’
মন্তব্য চালু নেই