ফিফার নতুন সভাপতি হলেন ইনফান্তিনো

দুর্নীতির অভিযোগে আগেই ফিফা থেকে সরিয়ে দেয়া হয় দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের প্রধান হিসাবে থাকা সেপ ব্লাটারকে। এই শূণ্য পদটি কিছু দিনের জন্য পূর্ণ করা হয় কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) প্রধান ইসা হায়াতুতেকে দিয়ে।

এবার নির্বাচনের মাধ্যমের নির্ধারিত হয় ফিফার সভাপতির পদ। ফিফার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন উয়েফার মহাসচিব গিয়ান্নি ইনফান্তিনো। আর তাতে অবসান ঘটল সেপ ব্ল্যাটার যুগের।

শুক্রবার দ্বিতীয় রাউন্ডে গড়ানো ভোটাভুটিতে ১১৫ ভোট পেয়ে ব্ল্যাটারের উত্তরসূরি হন ৪৫ বছর বয়সী ইনফান্তিনো। তিনি পেছনে ফেলেছেন শেখ সালমান বিন এব্রাহিম আল-খলিফাকে। বাহরাইনের এই সংগঠক পেয়েছেন ৮৮ ভোট।

এর আগে প্রথম রাউন্ডেও হাড্ডাহাড্ডি লড়াই হয় ইনফান্তিনো ও সালমানের মধ্যে। সেবার সর্বোচ্চ ৮৮ ভোট পান ইনফান্তিনো। আর শেখ সালমানের বাক্সে জমা হয় ৮৫ ভোট।



মন্তব্য চালু নেই