ফারুকী হত্যাকাণ্ড : আসামিরা শনাক্ত
টিভি উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডে হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাওলানা ফারুকী হত্যাকাণ্ডে হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে। খুব শিগগির তাদের গ্রেফতার করা হবে। ইতিমধ্যে গোয়েন্দা পুলিশ বেশ কয়েকবার অভিযান চালিয়েছে। তবে অবস্থান পরিবর্তনের কারণে তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
উল্লেখ, গত বছরের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারে সুপ্রিম কোর্টের জামে মসজিদের খতিব ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করা হয়।
মন্তব্য চালু নেই