‘ফাও খেতে’ না দেয়ায় রেস্টুরেন্টে ছাত্রলীগ নেতার হামলা

ফাও খেতে না দেয়ায় একটি রেস্টুরেন্টে হামলা ও ভাংচুর করেছে শাবি ছাত্রলীগের কয়েকজন কর্মী। তাদের মারপিটে আহত হয়েছেন রেস্টুরেন্টের দুই কর্মচারী।

শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থিত গোলাপী রেস্টুরেন্টে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন – আলমগীর হোসেন ও মুস্তাকিম আহমেদ। তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের অনুসারী ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক মোশারফ হোসেন রাজুসহ ৫-৬ ছাত্রলীগ সদস্য এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন রেস্টুরেন্টের ম্যানেজার জাকারিয়া হোসেন।

তিনি জানান, এরা সাধারণত বাকি খেয়ে টাকা দেয় না। শুধু ফাও খেয়ে যায়। শনিবার সন্ধ্যায় তারা ফাও খেতে রেস্টুরেন্টে আসে। কিন্তু আজকে ফাও খেতে না দেয়ায় তারা ক্ষিপ্ত হয়ে রেস্টুরেন্টে ভাংচুর করে। তাদের হামলায় আমার দুই কর্মচারী গুরুতর আহত হয়েছে।

এ ব্যাপারে মোশারফ হোসেন রাজুকে কয়েকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে, শাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ বলেন, সে আমার গ্রুপের রাজু নয়। সে অন্য কোনো রাজু হতে পারে।

তবে পরক্ষণেই তিনি বলেন, একটু ঝামেলা হয়েছিল। আমার সাথে ম্যানেজারের কথা হয়েছে। বিষয়টি মিটমাট হয়ে গেছে।

শাবির সহকারী প্রক্টর সামিউল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি শান্ত রয়েছে।



মন্তব্য চালু নেই