ফাইনালে ওয়ার্নারের রেকর্ড

আইপিএলের ফাইনালেও জ্বলে উঠল ডেভিড ওয়ার্নারের ব্যাট। গড়লেন আইপিএল ফাইনালে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড।

ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৩৮ বলে ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলার পথে ওয়ার্নার ফিফটি ছুঁয়েছেন ২৪ বলে, যা আইপিএল ফাইনালে যৌথভাবে দ্রুততম ফিফটির রেকর্ড।

এর আগে ২০১০ ফাইনালে সুরেশ রায়না চেন্নাই সুপার কিংসের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও ২৪ বলে ফিফটি করেছিলেন।

রোববার এবারের আসরের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক ওয়ার্নারের ৬৯ রানের ইনিংসটি সাজানো ছিল ৮টি চার ও ৩টি ছক্কায়।

এবারের আইপিএলে ১৭ ম্যাচে ৬০.৫৭ গড়ে ৯টি ফিফটিতে দ্বিতীয় সর্বোচ্চ ৮৪৮ রান করেছেন ওয়ার্নার।



মন্তব্য চালু নেই