ফাঁসির মঞ্চে জোর করে তুলতে হয় সাকাকে
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2015/11/saka4.jpg)
ফাঁসির মঞ্চে উঠতে চাননি মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী। তাকে জোর করে ফাঁসির মঞ্চে তুলতে হয়েছে।
কারগারের বিশ্বস্ত একটি সূত্র শনিবার রাত দুইটার দিকে এ খবর নিশ্চিত করেছে। রাত ১২টা ৫৫ মিনিটে সাকা চৌধুরীর ফাঁসি কার্যকর হয়।
সূত্র জানায়, সাকা চৌধুরীকে কনডেম সেল থেকে ফাঁসির মঞ্চে নিয়ে আসার জন্য তিনজন জল্লাদ যখন যায় তখন তাদের সঙ্গে জোর-জবরদস্তি করেন তিনি। পরে জল্লাদরা জোর করে যখন তার মাথায় জমটুপি পরিয়ে দেয় তখন কিছুটা শান্ত হয়ে দোয়া-দরুদ পড়তে পড়তে থাকেন। যখন ফাঁসির মঞ্চে তোলা হচ্ছিল তখন আরেকবার পা শক্ত করে দাঁড়িয়ে ছিলেন। জল্লাদরা শেষবারের মতো ধরে জোর করে ফাঁসির মঞ্চে তোলে সাকাকে।
এর আগে সাকার পরিবারের লোকজন যখন তার সঙ্গে শেষ দেখা করতে যায়, তখন তাদের সঙ্গে সাকা চৌধুরী হাউমাউ করে কান্নাকাটি করেন বলে জানায় সূত্র জানায়। তারও আগে যখন সাকাকে রাতে খাবারের জন্য প্লেট দেয়া হয়েছিল তখন তিনি প্লেট ছুঁড়ে মারেন। কারা কর্তৃপক্ষ তখন তাকে জানায় যে, এটি তার জীবনের শেষ খাবার। তখন সাকা শেষবারের মতো রাতে খাবার গ্রহণ করেন।
মন্তব্য চালু নেই