ফাঁসানোর আগেই ফেঁসে গেল ‘স্পাইক স্ট্রিপ’

উল্টোপথে গাড়িচলা বন্ধ করতে রাস্তায় বসানো ট্রাফিক পুলিশের রেট্রাকটেবল স্পাইক স্ট্রিপ গাড়ির চাকা ফাঁসানোর আগেই ফেঁসে গেছে। বসানোর তিন দিন পার হতে না হতেই ভেঙ্গে গেছে রেট্রাকটেবল স্পাইক স্ট্রিপের ফলা।

জানা যায়, উল্টোপথে গাড়িচলা বন্ধে গত শুক্রবার রমনা পার্কের অরুণোদয় গেটের উল্টোদিকে ও ফরেন সার্ভিস একাডেমির সামনে বিশেষ ধরনের এই প্রতিরোধ ডিভাইস বসায় ঢাকা মহানগর দক্ষিণ ট্রাফিক। উল্টোপথে ছুটে আসা গাড়ির চাকা ফাঁসানোই এই ডিভাইসের মূল কাজ থাকলেও এখন এটি অকার্যকর হয়ে পড়েছে।

এ বিষয়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট নাম প্রকাশ না করে বলেন, ‘ভাই এই ডিভাইসে কোন কাজ হবে না। এর চেয়ে আমাদের কঠোর হতে হবে যাতে করে সবাই আইন সঠিক ভাবে মেনে রাস্তায় চলাচল করে।’

সরেজমিনে দেখা যায়, স্প্রিংয়ের ওপর বসানো ধাতব ফলাগুলো গাড়ির লোড নিতে না পেরে বসে গেছে, তার নিচে ভেঙে গেছে স্প্রিং। আরো দু-তিন দিন গেলে সব কটা ধাতব ফলাই বসে যাবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ, শুক্রবার সকাল ১১টায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার ঘটা করে রেট্রাকটেবল স্পাইক স্ট্রিপের উদ্বোধন করেন।



মন্তব্য চালু নেই