ফর্সা নারীদের স্তন ক্যানসারের ঝুঁকি বেশি, কিন্তু কেন? জানলে চমকে উঠবেন

স্তন ক্যানসারের হার দিনের পর দিন বেড়েই চলেছে৷ আর এই রোগে বেশিরযভাগ আক্রান্ত হচ্ছেন মহিলারা৷ এই রোগ নিয়েই চলছে একের পর এক গবেষণা, আর উঠে আসছে বিভিন্ন ফলাফল৷ নতুন এক গবেষণার মাধ্যমে জানা গেছে ফর্সা নারীদের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়৷ তবে স্তন ক্যানসারের ক্ষেত্রে নারীর জীবনযাপন, খাবারের অভ্যেস ও কতগুলি সন্তান আছে আর উপর নির্ভর করে৷

ব্রিটিশ জার্নাল অব ক্যানসারে প্রকাশিত গবেষণাটি পরিচালনা করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষকদল৷ এই গবেষমায় দেখা গেছে শ্যামবর্ণ নারীদের অন্যান্য নারীদের তুলনায় ১৫ শতাংশ কম স্তন ক্যানসারের ঝুঁকি থাকে৷

গবেষণা থেকে আরও জানা যায় যে, যেসব নারীদের সন্তানের সংখ্যা বেশি এবং তারা দীর্ঘদিন ধরে তাদের স্তনপান করিয়েছেন তাদের ক্ষেত্রেও এই মারণ রোগের সম্ভাবনা অনেকটাই কম৷ প্রধান গবেষক তোরাল গাথানি জানিয়েছেন, ‘সব নারীর জন্যই স্তনক্যানসারের রিস্ক ফ্যাক্টরগুলি জানা উচিত৷ ওবেসিটি, অতিরিক্ত অ্যালকোহল পান স্তন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে৷

তাই মহিলারা এই বিষয়ে নিয়ন্ত্রণ রাখলেই স্তন ক্যানসারের হাত থেকে রেহাই পেতে পারেন৷’ তবে স্তন ক্যানসারের ব্যাপারে অপর একদিকেই লক্ষ্য রাখতে হবে৷ স্তনের যেকোনো ধরনের পরিবর্তন বা ত্বকের পরিবর্তন দেখলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে৷ যকত দ্রুত সমস্যা বুঝবেন তত তাড়াতাড়ি ব্যবস্থা নিলেও এই রোগ সহজেই সমাধান করা যাবে৷



মন্তব্য চালু নেই