ফরিদপুরে হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী উৎসব কর্মসূচী সমাপ্ত
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুরে আয়োজন করা মাসব্যাপী উৎসব কর্মসূচী শেষ হয়েছে তার জন্মদিন পালনের মধ্যে দিয়ে।
একটু ভিন্ন পরিসরে এতিমখানার শিশুদেরকে নিয়ে পালন করা হয় তার জন্মদিন।
আজ শুক্রবার সকালে টেপাখোলা সরকারী শিশু সদন শান্তিনিবাসে হুমায়ুন আহমেদের উপর প্রকাশিত সংবাদ, ছবি ও প্রবন্ধের প্রদর্শনী, স্মৃতিচারণ ও বইপড়া প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মধ্যে পুরস্কার হিসেবে বই বিতরনের মাধ্যমে কর্মসূচী শেষ হয়।
অনুষ্ঠানে প্রফেসর আলতাফ হোসেন, মফিজ ইমাম মিলন কথা সাহিত্যিন হুমায়ুন আহমেদের উপর আলোচনা করেন।
এর আগে ১৩ অক্টোবর থেকে হুমায়ুন আহমেদ জন্মোৎসব উদ্যাপন কমিটি, ফরিদপুর এর আয়োজনে হুমায়ুন আহমেদের গ্রন্থ পাঠ ও প্রদর্শনী হয়ে আসছিল।
মন্তব্য চালু নেই