ফরিদপুরে ভাইফোঁটা অনুষ্ঠান “ভাইয়ের কপালে বোনের ফোঁটা”

“ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা-ভাই যেন হয় লোহার কাঁটা-এই ছড়া কেটে ধুপ-প্রদীপ জ্বালিয়ে ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দেওয়ার মধ্য দিয়ে ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি ঘরেই ভাইফোঁটা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

প্রতি বছর দীপান্বিতা কালীপূজার পর কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইয়ের মঙ্গল কামনায় বোনরা এ অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

এই অনুষ্ঠানটি সনাতন ধর্মাবলম্বীরা বড় একটি বার্ষিক অনুষ্ঠান হিসেবে সকলে পালন করে থাকে।



মন্তব্য চালু নেই