ফরিদপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার সেলিম নিহত

ফরিদপুরের কানাইপুরের লক্ষীপুরে ইটভাটার পাশে ডাকাতির প্রস্তুুতিকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত সরর্দার সেলিম নিহত হয়েছে। এসময় মধুখালী থানা পুলিশের এসআই সাইফুল ইসলাম আহত হয়।

পুলিশ জানায়, গত শুক্রবার রাত তিনটার দিকে সদর উপজেলার লক্ষীপুরে ডাকাতির উদ্ধেশ্যে সংঘবদ্ধ হওয়ার খবর পেয়ে কোতয়ালী ও মধুখালী থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত সরর্দার সেলিম নিহত হয়।

এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি গুলিসহ ম্যাগজিন উদ্ধার করে পুলিশ। ডাকাত সেলিমের বিরুদ্ধে ফরিদপুর সদর, মধুখালী, ভাংগা, রাজবাড়ী ও মানিকগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে কোতয়ালী থানার এসআই বিপুল চন্দ্র দে জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে ডাকাতি প্রস্তুুতির খবর পেয়ে কোতয়ালী ও মধুখালী থানার পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। এসময় গোলাগুলির একপর্যায়ে ডাকাত সরর্দার সেলিম নিহত হয়।

নিহত সেলিম ডাকাত মধুখালী উপজেলার গোপালপুর এলাকার মনিরউদ্দিন সেকের ছেলে।



মন্তব্য চালু নেই