ফরিদপুরে ইয়বাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফরিদপুর র্যাব ৮এর একটি দল শহরের গুহলক্ষীপুর এলাকার লাশ কাটা ঘরের সামনে হতে এবং রথখোলা এলাকার যৌন পল্লী রাস্তার পূর্ব পাশে শান্ত ভ্যারাইটিজ ষ্টোর দোকান হতে মোট ২৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের এএসপি আমিনুর রহমান রবিবার দিবাগত রাত সোয়া ১২টায় গুহলক্ষীপুর লাশ কাটা ঘরের সামনে মোঃ আরিফ(৩০) নামের ১ জনকে ১০০পিচ ইয়াবা ট্যাবলেটের একটি চালান সহ গ্রেফতার করে। তার দেওয়া তথ্য মতে রাত্রি পোনে ১টার সময় রথখোলা অভিযান চালিয়ে যৌন পল্লীর শান্ত ভ্যারাইটিজ ষ্টোর দোকান থেকে ৪ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম শাকিল শেখ সাং-শোভারামপুর, রবি(২২), সাং-ভাঙ্গারী পট্টি, মোঃ ইউসুফ মিয়া(১৭) সাং-বড়ভাগ, থানা-আলফডাঙ্গা, শাহীন মোল্যা(২৪), সাং-চান্দো, থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদ। উদ্ধারকৃত সর্বমোট ২৭০০ পিস ইয়াবা ট্যাবলেট সর্ম্পকে ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা সকলেই স্বীকার করে যে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘ দিন যাবৎ পরস্পরের যোগসাজসে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।
ফরিদপুরের মধুখালী পৌরসভা নির্বাচনে জয়ী প্রার্থীর সমাবেশে হামলার অভিযোগ
ফরিদপুরের নবগঠিত মধুখালী পৌরসভা নির্বাচনে বেসরকারীভাবে আ’লীগের খন্দকার মোরশেদ রহমান লিমন নারকেল গাছ মার্কায় ৭৪১০ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। গতকাল রবিবার অনুষ্ঠিত মধৃুখালী পৌরসভা নির্বাচনে জয়ী আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী খন্দকার মোরশেদ রহমান লিমনের সমাবেশে সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন। হামলায় তাঁর দুই কর্মী আহত হয়েছে বলে তিনি জানান। আজ সোমবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নবনির্বাচিত মেয়র লিমন এ অভিযোগ করেন। সম্মেলনে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমানও বক্তব্য দেন। মেয়র লিমন তার বক্তব্যে তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বেসরকারিভাবে ভোটের ফল ঘোষণার পর মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে স্বতঃস্ফূর্ত জনতা সমবেত হয়। এক পর্যায়ে উপস্থিত জনতার উদ্দেশে সংসদ সদস্য আব্দুর রহমান বক্তব্য দেন। এ সময় সংসদ সদস্যসহ উপস্থিত নেতাকর্মীদের ওপর সন্ত্রাসীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উপজেলার কামারখালী সরকারি বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের প্রভাষক মির্জা গোলাম ফারুক এবং বনমালিদিয়া গ্রামের মো.আসাদ আহত হয়।তিনি এ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে আগামীতে তাঁকে মধুখালী পৌরসভার উন্নয়ন কাজে সকলের সহযোগিতার আহ্বান জানান। তার এ বিজয়কে মধুখালী পৌরসভার সকল জনগনের কাছে উৎসর্গ করেছেন।
মন্তব্য চালু নেই