ফরিদপুরে ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার

ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের আকৈন ভাটপাড়া এলাকা থেকে ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। নিহত ইজিবাইক চালক এনামুল মন্ডল(২৫), পিতা কাবিল মন্ডল সদর উপজেলার শিবরামপুরে বাড়ি তার বাবা স্থানীয় সমিলের মিস্ত্রি।
এ ব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত সৈয়দ মোহসিনুল হক আওয়ার নিউজ বিডি’কে জানান, বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের আকৈন ভাটপাড়া গ্রামের গাজীরচর পাকা রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে গলাকাটা লাশ উদ্ধার করে।
একই স্থান থেকে একটি ইজিবাইক ও তার পকেট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ ।


















মন্তব্য চালু নেই