ফরিদপুরের সালথায় মুক্তিযোদ্ধা সংসদের মত বিনিময় সভা অনুষ্ঠিত
দেশ ও জনগনের অতন্দ্রপ্রহরী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট, আজ শনিবার বিকালে উপজেলা হলরুমে এক মত বিনিময় সভার আয়োজন করে। মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা ইউনিটের কমান্ডার মো. আবুল ফয়েজ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ইউনিট ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম জামাল, খলিলুর রহমান, জেলা সহকারী কমান্ডার মো. আমিনুর রহমান ফরিদ, উপজেলা ডেপুটি কমান্ডার আতিকুর রহমান, মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান, আ: কাদেরসহ প্রমুখ।
মন্তব্য চালু নেই