ফরিদপুরের সালথায় ভ্রাম্যমান আদালতের অভিযান : ৪ ব্যবসায়ীর জরিমানা

ফরিদপুরের সালথা উপজেলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সদর বাজারের ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে। উপজেলা নির্বাহী অফিসার বিশ্বাস রাসেল হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে সদর বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ন পন্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে দিলীপ মিষ্টান্ন ভান্ডারের মালিক নির্মল (৩৪) কে ২ হাজার টাকা, চৌধুরী গোপাল মিষ্টান্ন ভান্ডারের মালিক বিমল চৌধুরী (৩০) কে ৪ হাজার টাকা, সেলিম ষ্টোরের মালিক সেলিম মিয়া (২৮) কে ২ হাজার টাকা ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নোট বই অবৈধ ভাবে বিক্রি করার দায়ে গ্লোবাল লাইব্রেরীর মালিক নিত্য বাবু (৪০) কে ২ হাজার টাকা জরিমানা করেছেন।

এ ছাড়াও ফিটনেস বিহীন মটরসাইকেল চালক টিটুলকে ২শ’ টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ন পন্য সামগ্রী জব্দ করেন।



মন্তব্য চালু নেই