‘অনুপ্রাস’-এর অনলাইন রেডিও চ্যানেলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে

জাতীয় সাংস্কৃতিক সংগঠন অনুপ্রাসের প্রধান কার্যলয়ে গতকাল সন্ধ্যা ৭.০০ থেকে এক জরুরি মিটিং অনুষ্ঠিত হয় রাত ১০.৩০ মিঃ পর্যন্ত চলা এইমিটিং পরিচালনা করেন সংগঠনটির নির্বাহী পরিচালক শরীফ মাহমুদ এতে সভাপতিত্ব করেন অনুপ্রাসের প্রধান পরিচালক আবদুল আহাদ সালমান কেন্দ্রীয় দায়িত্তশিলদের মধ্যে এতে আরো উপস্থিত ছিলেন ক্বেরাত পরিচালক মাহমুদুল হাসান, শিশু-কিশোর পরিচালক নেছার আহমাদ ও মিডিয়া পরিচালক ইয়াসিন আহমাদ প্রমুখ।

মিটিং এর বিষয়ে মিডিয়া পরিচালক ইয়াসিন আহমাদ বলেন আমরা সুস্থ ও সুন্দর পৃথীবির প্রত্যয়ে দির্ঘদিন যাবত কাজ করে আসছি, কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতার কারনে আমাদের বেশকিছু অনুষ্ঠান যেমন প্রতিষ্ঠা বার্ষীকি, স্বারক গ্রন্থ, এবং আমাদের দুটি এ্যালবামের মোড়ক উম্মোচন আমরা করতে পারিনি।

আমরা বেশ কয়েকবার হল বুকিং এর জন্য আবেদন করেছি কিন্তু নিরাপত্তার অজুহাতে হল কর্তৃপক্ষ হল ভাড়া দিতে অপারগতা প্রকাশ করেন তাই আজকের মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে আগামী শুক্রবার (০১/০৫/২০১৫) আমাদের ডেমরা ‘শিশু মেলা আদর্শ কিন্ডার গার্টেন’ স্কুল শাখায় সকল শিক্ষার্থী ও দায়িত্তশিলদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে, সেখান থেকেই আগামী দিনের অনুষ্ঠান কর্মসূূচি জানানো হবে। তবে আমরা খুব শিঘ্রই বড় আকারে না হলেও ঘরোয়াভাবে একটি অনুষ্ঠান এর আয়োজন করবো এবং এরই মধ্যো দিয়ে আমাদের একটি সুস্থ ধারার অনলাইন রেডিও চ্যানেলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে যার মাধ্যমে সুস্থ্য বিনোদনের একটি বিশাল ক্ষেত্র তৈরি হবে বলে আমরা আশা প্রকাশ করছি।



মন্তব্য চালু নেই