বর্তমান সরকারের দিন বদলের সনদ ভিশন-২১ অর্জন উপলক্ষে

ফরিদপুরের সালথায় আলোচনা সভা- প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

বর্তমান সরকারের সাফল্য ও উন্নয়ন ধারাবাহিকতায় দিন বদলের সনদ ভিশন ২০২১ অর্জন উপলক্ষে ফরিদপুরের সালথায় আলোচনা সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে এক র‌্যালি বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় বক্তব্য রাখেন, জেলা সিনিয়র তথ্য অফিসার মশিউর রহমান, তথ্য অফিসার মোঃ কামাল হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান (মহিলা) মোসাঃ মোরশেদা খানম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মাদ বিন ইয়ামিন, মৎস্য অফিসার রনজিৎ কুমার, যুবলীগ সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যা, ভাওয়াল ইউপি চেয়ারম্যান আঃ ওহাব মাতুব্বার, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু নাসের হুসাইন, সালথা মডেল উচ্চ বিধ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বাসারসহ সরকারী সকল দপ্তরের প্রধান গন, বিভিন্ন জন প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। এসময় উপজেলা নির্বাহী অফিসার বিশ্বাস রাসেল হোসেন- সরকারের ৬ বছরের বিভিন্ন সাফল্য ও উন্নয়নের উপর লিখিত বক্তব্য পাঠ করেন ।



মন্তব্য চালু নেই