ফরিদপুরের ইশানগোপালপুরে কেক কেটে বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী পালিত
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫ তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গত মঙ্গলবার ফরিদপুরের ইশানগোপালপুর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে এক আলোচনা সভা সাংস্কতিক অনুষ্ঠান ও বিশাল কেক কাটা হয়। ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মোখলেস মুন্সির সভাপতিত্বে স্থানীয় ইউনিয়ন পরিষদে সন্ধ্যা সাড়ে ৬টায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের কনভেনার গোলাম হায়দার রুমি, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শেখ জামাল, ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক উজ্বল সরকার রোটন, আ’লীগ নেতা মিজানুর রহমান বিশ্বাস টুটুল, রমেশ দাস শুম্ভুসহ ওর্য়াড আ’লীগের সভাপতি ও সাধারন সম্পাদকগন। কেক কাটা ও আলোচনা পর্ব শেষে বিশাল সাংস্কতিক অনুষ্ঠান আয়োজন করা হয় যাতে গান পরিবেশন ফরিদপুরের নামকরা শিল্পিরা।
মন্তব্য চালু নেই