‘ফমাসিক সাহিত্য সংসদ’-এর সাহিত্য সভা অনুষ্ঠিত
২২ মে ২০১৫ শুক্রবার ‘ফমাসিক সাহিত্য সংসদ’-এর সভা তুষারধারা আবাসিক এলাকায় এক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। ছড়াকার আহমাদ স্বাধীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গল্পকার মেহেদী সম্রাট।
সভাপতির বক্তৃতায় ছড়াকার আহমাদ স্বাধীন বলেন, সাহিত্যের জন্য যারা তাদের মূল্যবান সময় বিনিয়োগ করে চলেছেন এ বিনিয়োগ নিশ্চয়ই আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করবে এবং এ সময়কে আরো কিভাবে কাজে লাগানো যায় সেজন্য সাহিত্য সংগঠকদেরকে ভাবতে হবে।
প্রধান অতিথির বক্তৃতায় গল্পকার মেহেদী সম্রাট বলেন, ফমাসিক সাহিত্য সংসদ সাহিত্যের কল্যাণে যে সব সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সেগুলো নিশ্চয়ই বাস্তবায়ন হবে।
অনুষ্ঠানে স্বরচিত লেখা পাঠ করেন ছড়াকার আমিনুল ইসলাম মামুন, ছড়াকার আহমাদ স্বাধীন, গল্পকার মেহেদী সম্রাট, নাছির প্রমূখ।
মন্তব্য চালু নেই