ফখরুলের নেতৃত্বে বিএনপির বিজয় র‌্যালি

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিজয় র‌্যালিতে অংশ নিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

বুধবার বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে র‌্যালিটি শুরু হয়ে মালিবাগ গিয়ে শেষ হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ট্রাকে চড়ে র‌্যালির নেতৃত্ব দেন।

ফখরুলের সঙ্গে ট্রাকে দলের সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, যুবদলের কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আযাদ, ছাত্রদল নেতা কামাল আনোয়ার আহমেদ, ভারপ্রাপ্ত মহাসচিবের ব্যক্তিগত সহকারী ছাত্রদল নেতা ইউনুছ ও সাবেক এক নারী এমপিসহ তার ঘনিষ্টরা ফখরুলের সঙ্গে ছিলেন।

র‌্যালি শুরুর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে এবারের বিজয় দিবস পালিত হচ্ছে। এবারের বিজয় দিবস একদিকে গর্বের অন্যদিকে বেদনার। ৪৪ বছরে মানুষের ভোটের অধিকার নিশ্চিত হয়নি।’

তিনি বলেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমাদের এবারের বিজয় দিবস পালন করতে হচ্ছে।’

র‌্যালির অগ্রভাগে রঙিন পোশাকে নারী নেত্রীদের অবস্থান ছিল। দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাজাহান ওমর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে র‌্যালির সামনে-পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিল।



মন্তব্য চালু নেই