ফখরুলের জামিনের মেয়াদ বৃদ্ধি

রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের মেয়াদ একবছর বাড়িয়েছেন হাইকোর্ট।

জামিনের মেয়াদ বৃদ্ধির বিষয়ে এক আবেদনের শুনানি শেষে মঙ্গলবার এ আদেশ দেন বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

২০১২ সালের ৬ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলেনে মির্জা ফখরুল বলেছিলেন, ‘অবরোধে কেউ বাড়ি থেকে গাড়ি বের করবেন না।’

তার এই বক্তব্যকে হুমকিস্বরুপ উল্লেখ করে ৯ ডিসেম্বর মতিঝিলসহ দেশের বিভিন্ন থানায় মোট ৩৯টি মামলা দায়ের করা হয়।

পরের বছর ৬ আগস্ট মতিঝিল থানার মামলায় গ্রেপ্তার করা হয় মির্জা ফখরুলকে। পরবর্তীতে ওই মামলায় তিনি প্রথমে ৬ মাসের জামিন নেন ও পরে এক বছরের জন্য জামিনের মেয়াদ বৃদ্ধি করেন।

মঙ্গলবার মির্জ ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাড. সগীর হোসেন লিয়ন। মির্জা ফখরুলের জামিন বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।



মন্তব্য চালু নেই