ফখরুলসহ ১২ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ শুনানি ৮ অক্টোবর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মতিঝিলের ভিআইপি রোডে ককটেল বিস্ফোরণ মামলায় চার্জ শুনানির জন্য আগামী ৮ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
রোববার মামলাটির চার্জ শুনানির জন্য দিন ধার্য থাকলেও মামলার প্রধান আসামি মির্জা ফখরুল ইসলাম আদালতে আসতে না পারায় তার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহের সময় আবেদনের প্রেক্ষিতে বিচারক প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাকিয়া পারভীন এ নতুন তারিখ ধার্য করেন।
উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর মতিঝিল থানাধীন ভিআইপি রোডে বিএনপির নেতাকর্মীরা যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধা দান ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মোকারম হোসেন এ মামলাটি দায়ের করেন।
গত বছরের ১৪ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা ফখরুল ইসলামসহ ১২ জনকে অভিযুক্ত করে ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন।



মন্তব্য চালু নেই