জাহিদ সভাপতি, তৌহিদুর সম্পাদক
প্রেসক্লাব যশোর-এর নির্বাচন অনুষ্ঠিত
প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ব্যাপক উৎসব মুখর পরিবেশে প্রেসক্লাব যশোর-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ৫৯ ভোট পেয়ে ও সাধারণ সম্পাদক পদে এস এম তৌহিদুর রহমান ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৩ টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
নির্বাচন কমিশন সুত্র জানায় প্রেসক্লাব যশোর দ্বি-বার্ষিক নির্বাচনে ৯১ জন ভোটার সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ৫৯ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি একরাম-উদ-দ্দৌলা পান ২৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে এসএম তৌহিদুর রহমান ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শিকদার খালিদ পেয়েছেন ৩৯ ভোট। সহ-সভাপতি পদে মনোতোষ বসু ৫০ ভোট,এসএম হাবিবুল্লাহ হাবিব ৪৫,পেয়ে নির্বাচিত হয়েছে। যুগ্ম সম্পাদক পদে সাইফুল ইসলাম সজল ৫০ ভোট , জাহিদুল কবীর মিল্টন ভোট ৪৯ পেয়ে নির্বাচিত হয়েছে। কোষাধ্যক্ষ পদে ওহাবুজ্জামান ঝন্টু ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জুয়েল মৃধা ৩৮ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাকিরুল কবীর রিটন ৩২ ভোট পেয়েছেন। সাংস্কৃতিক ও সমাজ সেবা সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাবিবুর রহমান মিলন। জাহিদ আহমেদ লিটন ৬৩ ভোট, মোকাদ্দেছুর রহমান রকি ৪৯ ভোট,তৌহিদ জামান ও শেখ আব্দুল্লাহ হুসাইন উভয় ৪৮ ভোট, আব্দুল কাদের ও মোস্তফা রুহুল কুদ্দুস উভয় ৪৫ ভোট পেয়ে কার্য্যকরী নির্বাহী সদস্য ৬টি পদে নির্বাচিত হয়েছেন ।
মন্তব্য চালু নেই