প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছে বস্তির বাসিন্দারা

কল্যাণপুর বস্তিবাসীদের স্থায়ী পুনর্বাসনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছে প্রায় ৫ শতাধিক বস্তিবাসী। বস্তি উচ্ছেদের পূর্বে বস্তিবাসীদের স্থায়ী পুনর্বাসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে তারা বলেন, ‘বস্তিবাসীদের উচ্ছেদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে গরিব দুঃখী মানুষের স্থায়ী পুনর্বাসন করে মাথা গোজার ঠাঁই করে দিন। আপনি যে দেশের প্রধানমন্ত্রী, আমরা সে দেশেরই নাগরিক।’

বস্তিবাসীরা জানান, এর আগে ১৯৮৯ সালের ১৩ অক্টোবর ষড়যন্ত্র করে কল্যাণপুর বস্তিতে আগুন লাগিয়ে শিশু-বৃদ্ধসহ ৯ জনকে পুড়িয়ে মারা হয়েছিল। আমাদের সেই দুর্দিনে তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। তখন তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন- আপনারা এখানেই থাকবেন।’

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বস্তিবাসীরা বলেন, ‘আমরা নদী ভাঙা অসহায় ছিন্নমূল মানুষ, আজ আপনার মুখের দিকে তাকিয়ে আছি। যে উচ্ছেদ ষড়যন্ত্র চলছে তা রুখে দিয়ে বস্তিবাসীদের স্থায়ী পূনর্বাসনের উদ্যোগ নিন।’



মন্তব্য চালু নেই