প্রেম ব্যবসার ফাঁদ পেতেছে পুরো পরিবার ! (ভিডিও সহ)

ফোনের ওপাশ থেকে কোনো তরুণীর সুমিষ্ট কণ্ঠ শুনে প্রেমে পড়ছেন। সাবধান! ভালোভাবে খোঁজ নেওয়ার আগে এমন তরুণীদের সঙ্গে যোগাযোগ করলেই বিপদ। রাজধানীতে অন্তত আটটি চক্র প্রেমের এমন ফাঁদ পেতে প্রতারণা করে আসছে। ধনাঢ্য ব্যক্তি, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, প্রবাসী ও রাজনৈতিক নেতাদের টার্গেট করে তৈরি করা হচ্ছে ‘প্রেমের ফাঁদ’। এরপর দিনের পর দিন ডেটিং করে এক সময় কৌশলে কোনো ফ্ল্যাটে নিয়ে তোলা হয় আপত্তিকর ছবি। এই ছবি নিয়ে আবার একই চক্রের সদস্যরা ভুয়া পুলিশ সেজে থানায় মামলা করার হুমকি দেয়। একইসঙ্গে ভুয়া সাংবাদিক সেজে গণমাধ্যমে প্রকাশেরও হুমকি দেওয়া হয়। এর পর প্রতারিত ব্যক্তির কাছ থেকে আদায় করা হয় লাখ লাখ টাকা।

তবে এবার প্রেমের জালে ফাঁসিয়ে আর টাকা হাতিয়ে নেয়ার কৌশল ভালই রপ্ত করেছিল মা মেয়ে আর মেয়ের জামাই। ভালোই দিন কাটছিল তাদের। মা জবেদা মেয়ে শিলাকে দিয়ে দেহ ব্যাবসা করাতো বলে একটি প্রতিবেদনে উঠে আসে। এবং আতিক মেয়ের জামাই বিভিন্ন স্থান থেকে লোক নিয়ে আসতো প্রলোভন দেখিয়ে।
এমনি এক বাস্তব সিন্ডিকেটের প্রমান তুলে ধরল ‘চার্জশিট রিপোর্ট’ নামের একটি প্রতিবেদনে।
https://www.youtube.com/watch?t=2567&v=ndIAjf3HytQ





















মন্তব্য চালু নেই