‘প্রেম নয় ভালোবাসা’

ইমির সঙ্গে ট্রেনে পরিচয় ইভানের। ইমি পেশায় একজন ডাক্তার। কথা বলতে বলতে এক সময় ইমির প্রতি দুর্বল হয়ে পড়ে ইভান।

অথচ ইভান শুধু বিবাহিতই নয়, পাঁচ বছর প্রেমের পর অর্পিতাকে বিয়ে করেছে সে। ইমি তাকে ভালোবাসে ঠিকই তবে সেটা শুধুই বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ।

একদিন দুর্ঘটনায় পড়ে ইমি হাসপাতালে ভর্তি হলে ইভান তাকে রক্ত দিতে যায়। কিন্তু ডাক্তার জানায়- ইভানের এইচ আই ভি পজিটিভ। যদিও সেটা পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়। যে ডাক্তার ইভানের চেকআপ করেছিলেন তিনি নিজেই ইমির প্রতি দুর্বল ছিলেন। এমন গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে টেলিফিল্ম প্রেম নয় ভালোবাসা।

অনুরূপ আইচের রচনায় টেলিফিল্মটি নির্মাণ করেছেন শাহজাদা মামুন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সজল, মম, আমব্রিন প্রমুখ।

১৯ নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে টেলিফিল্মটি প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।



মন্তব্য চালু নেই