প্রেমিক যুগলকে দড়িতে বেঁধে জুতাপেটা (দেখুন ভিডিওসহ)
শরীয়তপুরের জাজিরা উপজেলায় স্কুলমাঠে নিয়ে এক প্রেমিকযুগলকে দড়িতে বেঁধে জুতাপেটা করেছে স্থানীয় প্রভাবশালী লোকজন। এ ঘটনার ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার সিডারচর গ্রামের সপ্তম শ্রেণির ছাত্রী তানিয়ার (ছদ্ম নাম) সঙ্গে একই গ্রামের স্বপন খানের প্রেমের সম্পর্ক আছে। গত ৬ ফেব্রুয়ারি দুজন বিয়ে করতে পালিয়ে যায়।পদ্মার পাড় এলাকায় তাদের আটক করে নিয়ে আসে সাবেক চেয়ারম্যান লিয়াকত মল্লিকের লোকেরা। পরে রাতে তাদের আটকে রেখে মারধর করা হয়।
পরের দিন সকালে স্থানীয় এক স্কুলের মাঠে লিয়াকতের লোকজন সালিশের সিদ্ধান্তের নামে দুজনকে দড়ি দিয়ে বেঁধে জুতা পেটা করে। একপর্যায়ে তাদের গলায় জুতা পরিয়ে ঘোরানো হয়। এরই মধ্যে কেউ একজন ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে ইন্টারনটে ছড়িয়ে দেয়। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
জাজিরা থানা পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে রয়েছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে তারা নিশ্চিত হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
মন্তব্য চালু নেই