প্রীতি ফুটবল ম্যাচ : অবিবাহিতদের হারালো বিবাহিত দল
সাতক্ষীরার কলারোয়ায় বিবাহিত একাদশ ও অবিবাহিত একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঈদুল ফিতরের পূর্ণমিলনী উপলক্ষ্যে উপজেলার বলিয়ানপুর মাঠে ওই প্রীতি ম্যাচটির আয়োজন করে বহুড়া আমজাদ স্মৃতি সংসদ।
বুধবার বিকেলে অনুষ্ঠিত ফুটবল খেলায় বিবাহিত একাদশ ২-১ গোলে অবিবাহিত একাদশকে পরাজিত করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা, বাংলাদেশ জনসাধারণ লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সলিউশন ফোর্স লি.এর চেয়ারম্যান কামরুজ্জামান সোহাগ।
শ্রমিকনেতা জিএম জাকির হোসেন, সীমান্ত ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মেরী, আ.লীগ নেতা আবুজারসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই