প্রার্থীরা সব মুসল্লি : জামাতে পড়ছেন পাঁচ ওয়াক্ত নামাজ

সিটি নির্বাচনের প্রচারণা এখন তুঙ্গে। দিন-রাত নির্বাচনী্ এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। আর মুসলিম প্রধান দেশ হওয়ায় নিয়মিত জনসমাগমস্থল মসজিদ। এ কারণে সহজেই ভোটারদের কাছাকাছি যাওয়ার উপায় হিসেবে প্রার্থীরাও এখন বেশি বেশি মসজিদমুখি। শুক্রবার জুমার নামাজতো আছেই অন্য দিনের পাঁচ ওয়াক্ত নামাজও তারা নির্বাচনী এলাকার বিভিন্ন মসজিদে আদায় করছেন। মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করছেন, নামাজ আদায় শেষে কোলাকুলিও করছেন। যদিও এদের কেউ নিয়মিত মসজিদে আসতে বা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে দেখেননি।

তবে এ নিয়ে সচেতন ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়াও আছে। অনেকে বলেছেন, ভোট এলেই প্রার্থীরা মসজিদমুখি হন। পাঞ্জাবি-টুপি পরা শুরু করেন। নামাজের সময় হলেই মসজিদে ঢুকে পড়েন। মূলত ধর্মপ্রাণ মানুষের মন জয় করতেই তাদের এ কৌশল।

১৮ মার্চ ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঢাকার দুই সিটিতে মেয়র পদে ৩৬ জন প্রার্থী রয়েছেন। এরমধ্যে উত্তর সিটিতে ১৬ জন এবং দক্ষিণ সিটিতে ২০ জন ।

এর মধ্যে মোসলমান প্রার্থীরা বিশেষ করে জুমার নামাজের দিনটিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তারা মসজিদে যাচ্ছেন আগেভাগে। নফল, সুন্নত সব নামাজ পড়ে আশেপাশের মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করছেন। ফরয নামাজের আগে ইমামের অনুমতি নিয়ে দু’এক মিনিট কথা বলছেন। সবার দোয়া চাচ্ছেন।

অনেকে আবার আগে থেকে ঘোষণা দিয়ে নির্বাচনী এলাকার বড় মসজিদে জুমার নামাজ আদায় করছেন।

মেয়র প্রার্থীদের মতো ওয়ার্ড কাউন্সিলররাও একই কৌশল অনুসরণ করছেন। দক্ষিণ সিটিতে ৫৭টি সাধারণ ওয়ার্ড ও উত্তর সিটিতে ৩৬টি সাধারণ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীদের অনেকেই মসজিদে মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন।

আজ শুক্রবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক কাজীপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি সেখানে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। আর বিএনপি সমর্থিত তাবিথ আউয়াল মিরপুর সেকশন-১৩ নম্বর স্কলাস্টিকা স্কুলের পাশের মসজিদে নামাজ আদায় করেন। বিকল্পধারা সমর্থিত মাহী বি চৌধুরী জুমার নামাজ আদায় করেন বারিধারা পার্ক মসজিদে। চরমোনাই পীর মনোনীত ও সম্মিলিত নগর উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ কাফরুল নূর জামে মসজিদে নামাজ আদায় করেন। নামাজ শেষে এরা সবাই-ই মসজিদের সামনেই গণসংযোগ করেন।

সিপিবি ও বাসদ সমর্থিত মেয়রপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী জুমার নামাজ আদায় করেন খিলগাঁও জামে মসজিদে। নামাজ শেষে তিনি ওই এলাকায় গণসংযোগ করেন।

ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. সাঈদ খোকন জুরাইন চিশিতি মাজার জামে মসজিদ জুমার নামাজ আদায় করেন। জাতীয় পার্টির সাইফুদ্দিন মিলন (সোফা) দোলাইপাড় জামে মসজিদে, টেবিল ঘড়ি প্রতীকের ড. ক্যাপ্টেন রেজাউল করিম চৌধুরী জুমার নামাজ আদায় করেন হাইকোর্ট মাজার মসজিদে, চরমোনাই পীরের সমর্থিত ও সম্মিলিত নগর উন্নয়ন আন্দোলন পক্ষ থেকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী আলহাজ্ব আবদুর রহমান জুমার নামাজ আদায় করেন লালবাগ শাহী যাত্রাবাড়ি কাঁচাবাজার মসজিদে।

জুমার নামাজের সময় পাড়া মহল্লার অধিকাংশ মানুষ ও মুরব্বিদের একসঙ্গে পাওয়া যায়।প্রার্থীরা এ সুযোগটা কাজে লাগাতে চান। যদিও আচরণবিধিতে ধর্মীয় উপাসনালয়: মসজিদ, মন্দির, গির্জায় প্রচারণা চালানো নিষিদ্ধ।



মন্তব্য চালু নেই