প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত

এখন থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সব শিক্ষাকার্যক্রম পরিচালনা করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার শিক্ষামন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন. জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হয়েছে। তারই অংশ হিসেবে অষ্টম শ্রেণি পর্যন্ত সব শিক্ষা কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে বুঝিয়ে দেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী এসব কথা বলার সময় তার পাশেই ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। শিক্ষামন্ত্রীর বক্তব্য শেষে মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি বাস্তবায়নে সকল কার্যক্রম আমাদের কাছে দেয়া হয়েছে। আমরা চেষ্টা করবে। তবে সবার সহযোগিতা লাগবে।

অষ্টম শ্রেণি পর্যন্ত চলা এমন স্কুলগুলোকেও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়কে বুঝিয়ে দিয়েছে শিক্ষামন্ত্রণালয়।

অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান হয় এমন এমপিওভুক্ত ৫৫৩ শিক্ষাপ্রতিষ্ঠান ও নন-এমপিওভুক্ত ১ হাজার ৮২৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়।



মন্তব্য চালু নেই