প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক-৭, দু’ব্যক্তির কারাদন্ড

সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে  পাঁচ ছাত্রসহ সাতজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর এক কর্মকর্তার গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা কাটিয়া এলাকার তপনের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের আবু সাঈদ, পোড়াকাটলা গ্রামের সজীব ঘরামী, বুড়িগোয়ালিনী গ্রামের নিশিকান্ত জোয়াদ্দার, রাধারানী মৃধা, মনমোহিনী মৃধা, পলবাড়ী গ্রামের আবদুল্লাহ আল মামুন ও বিশ্বনাথ মন্ডল। আটককৃতদের মধ্যে বিশ্বনাথ মন্ডল (৩২) ও নিশিকান্ত জোয়ারদার (৩২) নামে দু’ব্যক্তিকে দু’বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুর দেড়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রেজাউল করিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ সাজা দেন। সাজাপ্রাপ্ত বিশ্বনাথ মন্ডল (৩২) শ্যামনগর উপজেলার কলবাড়ি গ্রামের প্রভাষ চন্দ্র মন্ডলের ছেলে ও নিশিকান্ত জোয়ারদার (৩২) একই উপজেলার বুড়িগোয়ালিনির মৃত ভরত চন্দ্র জোয়ারদারের ছেলে। বাকী পাঁচ ছাত্রকে পুলিশ হেফাজতে পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মো. রিজাউল করিম বলেন, প্রশ্ন ফাঁসের অভিযোগে দু’জনকে দু’বছর করে সাজা দেয়া হয়েছে। এছাড়া ৫ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ প্রহরায় তাদের পরীক্ষা নেয়া হচ্ছে। উদ্ধার হওয়া প্রশ্নের সাথে মিল পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। তা না হলে তাদেরকে ছেড়ে দেয়া হবে। প্রসঙ্গত, ২০১৩ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্ন ফাঁসের ঘটনায় বাতিল করা হয়।



মন্তব্য চালু নেই