প্রাণভিক্ষার আবেদন আইন মন্ত্রণালয়ে
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন আইনমন্ত্রণালয়ে পৌঁছেছে।
প্রাণভিক্ষা আবেদেন দুটি শনিবার দুপুরে কারা কর্তৃপক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠানো হয়। স্বরাষ্ট্রসচিব ড. মোজাম্মেল হকের কাছে সেটি পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আরিফুল ইসলাম।
এরপর আবেদন দুটি স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে আইনমন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এখন থেকে সেটি পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে দ্রুত নিষ্পত্তির কথা জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, তাদের (সাকা-মুজাহিদ) আবেদন আজই রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তিনি (রাষ্ট্রপতি) সিদ্ধান্ত নেবেন।
আইনমন্ত্রী বলেন, অন্য ক্ষমা প্রার্থনার আবেদনের ক্ষেত্রে যে সময় লাগে, তাদের ক্ষেত্রে আরও কম সময় লাগবে।
মন্তব্য চালু নেই