‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভ্যাট প্রত্যাহার রাজস্ব খাতে প্রভাব ফেলবে’

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করায় রাজস্ব খাতে প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

অবশ্য তিনি বলেছেন, ‘বিভিন্ন খাত থেকে রাজস্ব আদায় করে এ প্রভাব দূর করা যাবে।’

শুক্রবার বিকেলে সিলেটে চলমান আয়কর মেলা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ‘বর্তমানে আয়করের পরিধি বাড়ছে। বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে যত এগিয়ে যাবে, ততই রাজস্বের পরিধি বাড়বে।’

তিনি আগামী বছর আয়কর নিয়ে দেশব্যাপী রচনা প্রতিযোগিতার উদ্যোগের কথা জানিয়ে বলেন, ‘রাজস্ব বোর্ডকে আরও শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে সবাই আয়কর দেন, সে ব্যবস্থা নিয়েছে এনবিআর।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামীতে পাঠ্যপুস্তকে আয়কর সম্পর্কে লেখা অন্তর্ভুক্ত করা হবে।’

নগরীর রিকাবীবাজারের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে সিলেট কর অঞ্চল আয়োজিত আয়কর মেলার তৃতীয় দিন শুক্রবার এনবিআর চেয়ারম্যানের মেলা পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সিলেটের কর কমিশনার মাহমুদুর রহমান, অতিরিক্ত কর কমিশনার শহিদুল ইসলাম, যুগ্ম কর কমিশনার জাকির হোসেন, উপ-কর কমিশনার শান্ত কুমার সিংহ, কাজল কুমার সিংহ প্রমুখ।



মন্তব্য চালু নেই