প্রসাদ খাইয়েই জমি মালিককে খুনের অভিযোগ!
প্রসাদে বিষ খাইয়ে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি রবিবার রাতে দক্ষিণ কলকাতার কুদঘাটের পূর্ব পুটিয়ারি এলাকায়। মৃত ব্যবসায়ীর নাম মানিক রাউত। বয়স ৫০-এর কাছাকাছি।
মৃত ব্যবসায়ীর মেয়ের অভিযোগ, রবিবার সন্ধ্যায় বাড়ির বাইরে বেরিয়ে প্রসাদ খান মানিক। এর পরেই নাকি তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে বাড়ির লোক এসে তাঁকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করান। কিন্তু, চিকিৎসকরা মানিককে মৃত বলে ঘোষণা করেন। মৃতার মেয়ের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁদের একটি জমিকে ঘিরে গণ্ডগোল চলছিল। তৃণমূলের স্থানীয় কাউন্সিলারের নেতৃত্বে এই জমি দখলের চেষ্টা চলছিল বলে অভিযোগ করেন তিনি। ঘটনায় লেন্দু, প্রশান্ত আচার্য, সাধন ও অসিত নামে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধেও হুমকি দেওয়ার অভিযোগও করেন। গত বছরের ৭ অগস্ট জমি দখলের প্রতিবাদ করায় তাঁকে এবং তাঁর মা-কে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেন মৃত মানিকের মেয়ে। এমনকী, তাঁদের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাও করাতে হয়েছিল। এই ঘটনায় রিজেন্ট পার্ক থানায় অভিযোগও দায়ের করা হয়।
মন্তব্য চালু নেই