প্রশ্ন ফাঁসের তদন্ত প্রতিবেদনে লটারির সুপারিশ
প্রশ্নপত্র ফাঁস রোধে পাবলিক পরীক্ষাগুলোর প্রশ্নপত্র লটারির মাধ্যমে নির্বাচন করার সুপারিশ করেছেন প্রশ্নপত্র ফাঁস বিষয়ে গঠিত তদন্ত কমিটি। ঢাকা বোর্ডের এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটির তৈরি প্রতিবেদনে এ সুপারিশ করা হয়েছে।
রোববার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হাতে ওই প্রতিবেদনটি তুলে দেন প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব সোহরাব হোসাইন।
প্রতিবেদনে বলা হয়, বেশি সংখ্যক সেট প্রশ্ন ছাপিয়ে পরীক্ষার দিন সকালে লটারির মাধ্যমে একটি সেট নির্ধারণ করা হবে। এছাড়া প্রশ্ন প্রণয়ন, ছাপা ও বিতরণের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানোসহ মূলত চারটি সুপারিশ করা হয়েছে এ প্রতিবেদনে।
সোহরাব হোসাইন বলেন, ‘আমরা প্রতিবেদন জমা দিয়েছি। এখন সরকার চিন্তা করবে তারা কোনটি গ্রহণ করবেন বা বিভিন্ন সুপারিশের মিশ্রণ করবেন কি না।’
মন্তব্য চালু নেই