প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে হাত ভেঙে দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আগামী বছরের (২০১৫) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে তাদের হাত ভেঙে দেওয়া হবে।

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৫ সুষ্ঠ নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পাদনের লক্ষ্যে সার্বিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতিমূলক সভায় তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, কেউ আগামী বছরের (২০১৫) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁসের চেষ্টা করবেন না। প্রশ্নফাঁসের চেষ্টা করলে তাদের হাত ভেঙে দেওয়া হবে।

ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা প্রশ্নফাঁসের গুজবে কান দিও না। ভালো করে পড়াশুনা কর।

তিনি বলেন, এক বছর আগে থেকেই কোচিং সেন্টারগুলোকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। আজ থেকে নতুন রূপে পর্যবেক্ষণের কাজ শুরু হবে। কারণ এরা সাজেশনের নামে বিভ্রান্ত সৃষ্টি করে।
২০১৫ সালের এসএসসি সমমান দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ২৫ সদস্যের একটি পর্যবেক্ষক কমিটি গঠন করা হছে। শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কিমিটির আহব্বায়ক।



মন্তব্য চালু নেই